স্থানীয় সংবাদ

খুলনা বাসীর উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের বার্তা

খবর বিজ্ঞপ্তি ঃ গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠন, খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে সর্ব প্রথম ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সাথে আহত সকল ভাইবোনদের জন্য সুস্থতা কামনা করছি। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিকীকরন ও আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও খুনী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শান্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনকে জোরালো ভাবে জানিয়েছি। খুলনার আপামর জনতার নিরাপত্তা নিশ্চিত করতে খুলনার বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশ কমিশনার (কে, এম,পি) পুলিশ সুপার, খুলনা ও খুলনার আওতাধীন প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি), মহোদয়ের সাথে আইন শৃংখলার স্বাভাবিক করতে প্রতিনিধি দল সার্বিক বিষয়ে আলোচনা করে এবং অতি দ্রুত নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর তাগিদ দিয়েছে। খুলনার প্রতিটি সরকারী ও বেসরকারী চিকিৎসা কেন্দ্রে রোগীদের হয়রানি বন্ধ ও সুচিকিৎসা নিশ্চিতকরন, দালালদের দৌরাত্ব দূরী করন ও সরকারী হাসপাতালগুলোর পরিষ্কার পরিচ্ছনতা এবং নিয়োগ বানিজ্যের (আউট সোর্সিং) ব্যাপারে সিভিল সার্জন মহোদয়কে অবহিত করা হয়েছে।
স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বি, আর, টি, এ, পাসপোর্ট ও ভিসা অফিস, গণপূর্ত ও কে, ডি, এ সহ অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সাধারন মানুষ যাতে কোন ধরনের ভোগান্তির শিকার না হতে হয় এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় গনের সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় যথাযথ পদক্ষেপ নিতে তাঁদেরকে জোর তাগিদ দেয়া হয়েছে। খুলনাকে যানজট মুক্ত রাখতে এবং খুলনাবাসীর ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ ভাইয়েরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আমাদের প্রতিনিধি দল আলোচনা করেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করে আমাদের একটি প্রতিনিধি দল তাদের নিরাপত্তায় সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। সুতরাং, খুলনাবাসিকে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য আহবান জানাচ্ছি। আপনারা যদি কোন ধরনের অন্যায়, নির্যাতন কিংবা জুলুমের স্বীকার হন, তাহলে এবং আমাদেরকে অবহিত করুন। ন্যায় বিচার পেতে গণঅধিকার পরিষদ সর্বদা জনগনের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি যে সকল সাংবাদিক ভাই ও বোনেরা অত্যন্ত সাহসিকতার সাথে সঠিক সংবাদ প্রচার করে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহব্বান জানাচ্ছি। অন্যায়, অত্যাচার ও দূর্নীতিকে রূখে দিতে যে কোন পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। গণঅধিকার পরিষদের পক্ষে, এস,কে রাশেদ, সহ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং, সাধারন সম্পাদক, গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button