রূপসায় জামায়াত-শিবিরের বাজার পরিস্কার অভিযান

স্টাফ রিপোর্টার ঃ রূপসায় জামায়াত-শিবিরের উদ্যোগে পরিবেশ উন্নয়নে বাজার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার ১৬ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলার নৈহাটী ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড জামায়াত-শিবির নৈহাটী কালিবাড়ি বাজারে এ উন্নয়ন পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন, নৈহাটী ইউনিয়ন জামায়াত ইসলামের আমির প্রফেসর গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি মো. আসলাম শেখ, সাধারণ সম্পাদক মো. আব্দুল সালাম মল্লিক, জামায়াত ইসলামের বাজার ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম, বাজার মসজিদের সভাপতি পল্লি চিকিৎসক মো. কবিরুজ্জামান, জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন হিবু, আনিসুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আলামিন শেখ, ৬নং ওয়ার্ড ছাত্রশিবিরে সভাপতি মো. নাহিদুল ইসলাম ইমন, শিবির নেতা মো. আবু হানিফ, মো. আমিনুল ইসলাম, ইমাম হোসেন, মো. নুরুজ্জামান, শেখ সাদী প্রমুখ।