স্থানীয় সংবাদ

পাইকগাছা শ্রমিক দল নেতা মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে

খবর বিজ্ঞপ্তিঃ পাইকগাছা উপজেলা শ্রমিক দলের ১নং যুগ্ম আহবায়ক ও ইউপি মেম্বর মশিউর রহমান মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দলের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে পরশু সন্ধ্যায় এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে এলাকার আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম সবাই অংশ নেন। মিছিল মেষ বক্তৃতা করেন ছোট নির্মল দাস, খোকন দাস, শাহজাহান, ইব্রাহীম প্রমূখ। মিছিলে শতাধীক লোক অংশ নেন। বক্তারা বলেন, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে পাইকগাছার বাসিন্দা ম্যাগনেট ব্যবসায়ী হিসেবে পরিচিত নির্মল ঋষী নামের এক ব্যক্তি বিএনপির নেতৃবৃন্দের নিকট কান্না জড়িত কন্ঠে পাইকগাছা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিলনের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, মিলন তার কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে। তা না হলে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। এমন ঘটনা মিলন ঘটাতে পারে না। তিনি একজন ইউপি মেম্বর। তার গ্রহণযোগ্যতা এলাকায় অনেকের চেয়ে বেশী। একটি মহল ষড়যন্ত্র করে তার নামে মিথ্যা অভিযোগ এনেছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত ছিল। তা না করে দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে থাকা নেতা মিলনকে কোন কারণ ছাড়াই বহিস্কার করা উচিত হয়নি। অবিলম্বে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button