স্থানীয় সংবাদ

আগামীর বাংলাদেশকে গণতন্ত্র ও প্রগতিশীলতার ধারায় এগিয়ে নেওয়ার আহবান

সিপিবি খুলনা জেলা সম্পাদকম-লীর সভায়

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশে জুলাই-আগস্টে গড়ে ওঠা আন্দোলন ৫ আগস্ট ’২৪ গণঅভ্যুত্থানে রূপ নিয়ে বিজয় অর্জন করেছে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জনমনে যে ইতিবাচক চেতনা গড়ে উঠেছে তার মধ্যে দিয়ে গ্রাম-শহরে মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, হামলা, লুটপাটতরাজ, চুরি ডাকাতি থেকে এলাকাবাসী রক্ষা করেছে। মানুষ অনেক সাহসী ভূমিকা পালন করেছে এবং আরও বেশী সাহস দেখিয়ে সবকিছু মোকাবিলা করতে হবে। এই দেশ সকল সম্প্রদায়ের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে জেগে উঠতে হবে, আমরা সবাই মিলে নিশ্চয়ই এই সংকট থেকে রক্ষা পাবো। নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে প্রগতিশীল সংস্কারের দিকে নিয়ে যেতে হবে। সমাজ থেকে ঘুষ দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি বন্ধ করে, শোষণ বঞ্চনা বৈষম্য বেকারত্ব দূর করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে সিপিবি খুলনা জেলা সম্পাদকম-লীর অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এইসব কথা বলেন। জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড এস এ রশীদ, সম্পাদকম-লীর সদস্য কমরেড শেখ আব্দুল হান্নান, কমরেড এ্যাড. রুহুল আমিন, কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অশোক সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button