স্থানীয় সংবাদ

সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার নিন্দা বিএজে’র

যশোর ব্যুরো ঃ ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট-বিএজে। ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইন্ধনে ভারতীয় কিছু গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে বলে মনে করেন বিএজে নেতৃবৃন্দ। অবিলম্বে এ ধরনের অসত্য ও বায়োবীয় প্রচারণা বন্ধ করার আহবান জানিয়ে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান বলেন, তিলকে তাল করে প্রচার করে ভারতীয় মিডিয়া প্রকারান্তরে তাদের বিশ^াসযোগ্যতা হারাচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে বিচ্ছিন্নভাবে যে সহিংস ঘটনা ঘটেছে তা শ্রেফ রাজনৈতিক, ধর্মীয় বা সাম্প্রদায়িক নয়। বিবৃতিতে বিএজে নেতৃবৃন্দ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপকালে সে দেশের সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট করার জন্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যে আহবান জানিয়েছেন তাকে সাধুবাদ জানান। এ আহবানে সাড়া দিয়ে দূরভিসন্ধিমূলক প্রোপাগা-া থেকে বিরত থাকারও অনুরোধ জানান নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button