স্থানীয় সংবাদ
বাগেরহাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলা সদরের ষাটগ¤ু¢জ চুনাখোলা এলাকার একটি মাছের ঘের থেকে অজ্ঞাত (৩৫) একজন পুরুষ মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাগেরহাট সদর মডেল থানা পুলিশ রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, ষাটগম্ভুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামের জনৈক সুমন হাওলাদারের মাছের ঘেরে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন মৃতদেহটি অর্ধ গলিত। স্থানীয়ভাবে মৃতদেহটি সনাক্ত করতে চেষ্টা চলছে। আর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।