বাংলাদেশ বেতার খুলনার কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

বৈষম্য নিরসনের দাবী
স্টাফ রিপোর্টার ঃ বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন অন্তর্র্বতীকালীন সরকারের নেতৃত্বে বৈষম্যমুক্ত রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেক্ষিতে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্বশিল্পী এবং কলা কুশলীদের চাকুরীতে পদোন্নতি বঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবিতে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বেতার, খুলনাকেন্দ্রের মূলফটকের সামনে সকলের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন কর্মসূচিতে বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্বশিল্পী এবং কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বিভিন্ন ব্যানার এবং প্লাকার্ডের মাধ্যমে বৈষম্য নিরসনে তাদের দাবি সমূহ তুলে ধরেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ স্বপ্ন যাত্রায় গর্বিত অংশীদার হতে বেতারের কর্মকর্তা, কর্মচারীদের দাবি সমূহ হলোঃ বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান করা,ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করা, বাংলাদেশ বেতার হতে নিজস্ব মহাপরিচালক নিয়োগ করা,নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃ সংশোধন করা, বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পীদের পদস্থায়ী করণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।