এক দফা দাবিতে খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে বিক্ষোভ

স্বেচ্ছাচারী দূর্নীতিবাজ প্রিন্সিপালের পদত্যাগের দাবি
স্টাফ রিপোর্টার : খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপাল রোকসানা খানমের পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর সারে বারোটায় খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের চত্বরে তারা এই ১ দফা আন্দলনের ডাক দেন। এছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালকের সহ ডিজিএনএমএর উর্দ্ধতণ কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা করেন এসব সাধারণ শিক্ষার্থীরা। এসময়ে উপস্থিত বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গেল কয়েক দশক যাবৎ এই দূর্নীতিবাজ স্বৈরাচার প্রিন্সিপাল রোকসানা খানম তার স্বামী আওয়ামলীগ নেতার প্রভাব বিস্তার করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা, সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম, মানসিক নির্যাতন শুরু করেন। আমাদের সরকারী দেয়া স্টাইফেনের অর্থ আত্মসাৎ করেছেন। আমাদের যা খাবার দেয়া হয় খুবই নি¤œমানের খাবার যা কোন পশুকেও দেয়া হয়না। আর এই খাবারের একটি বিরাট অংকের অর্থ চুরি করছে দীর্ঘদিন যাবৎ এমনকি তার নিয়ম যে মাসে দুইবার বের হওয়া যাবে তা আবার ৭ ঘন্টার জন্য। আমাদের কোন আত্মীয় স্বজন নিকট আত্মীয় মারা গেলেও যেতে দেয়না। আমরা বাহিরের থেকে কোন খাবার কিনতে পারবোনা। মোট কথা আমরা শিক্ষার্থীরা এই প্রিন্সিপালের কাছে কোন মানুষনা। শিক্ষার্থীরা আরও বলেন, শুধু প্রিন্সিপালের শুধু পদত্যাগ করলে হবেনা তিনি দীর্ঘদিন যাবৎ যে অর্থ লুটপাট করেছে তার হিসাব দিতে হবে। এই স্বৈরাচার প্রিন্সিপাল পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের ১দফা আন্দোলন অব্যাহত থাকবে।