পিএইচডি করতে দৈনিক পূর্বাঞ্চলের চিফ রিপোর্টারের কন্যা লিমার অস্ট্রেলিয়া গমন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার নর্থ ওয়েস্টাটার্ণ ইউনিভার্র্সিটির ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেক্চারার নুসরাত জাহান লিমা পূর্ণ স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে অস্ট্রেলিয়া গেছেন। গতকাল ২০ আগস্ট মঙ্গলবার চায়না সাউদার্ণ এয়ারলাইনের একটি বিমান যোগে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি অস্ট্রেলিয়ার সিডনীতে ইউনিভার্সিটি অফ উলংগং এ ‘ইলেক্ট্রিকেল, কম্পিউটার এন্ড টেলিকমনিকেশন ইঞ্জিনিয়ারিং’ এর উপর পিএইচডি করবেন। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত লিমা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে অনার্স এবং ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি একই বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। লিমা ২০১৩ সালে এস এস সি পরীক্ষায় সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ট্যালেন্টপুলে বৃত্তিসহ গোল্ডেন এ+ এবং ২০১৫ সালের এইচ এস সি পরীক্ষায় সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ (এম এম সিটি কলেজ) থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ+ পেয়েছিল।
সে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার,খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বেতার খুলনা মহানগর সংবাদদাতা মোঃ সাহেব আলী ও সবনম মোস্তারী বকুলের জ্যেষ্ঠ কন্যা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোঃ আবু বক্কর সিদ্দিকী আবিরের স্ত্রী। উল্লেখ্য, মোঃআবু বক্কর সিদ্দিকী আবিরও অস্ট্রেলিয়ার সিডনী ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পূর্ণ স্কলারশিপ পেয়েছে।