কুয়েটে ৩ঘন্টা নিষ্ফল তল্লাশি মিললো শুধু মাদক সেবনের আলামত

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ টানা তিন ঘন্টা তল্লাশি চালিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে)’র আবাসিক হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের আলামত ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে তল্লাশি শুরু হয়। শেষ হয় বেলা ১টায়। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে ১৬ সদস্যের সেনাবাহিনীর একটি দল, খানজাহান আলী থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএস ডব্লিউ),বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ সাধারণ শিক্ষার্থীরা এ তল্লাশিতে অংশ নেয়। তল্লাশিকালে বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্র এবং একটি ছাত্রী হল থেকে কোন আগ্নেয়াঅস্ত্র, লাঠিসোঠা, মাদকদ্রব্য উদ্ধার না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ড. এম এ রশিদ হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ২৫ আগস্ট থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম (ক্লাস) শুরু হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২১ আগস্ট সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভা কক্ষে কুয়েটের পার্শ্ববর্তী এলাকাসমূহ ফুলবাড়িগেট,খানাবাড়ী, তেলিগাতী, যোগীপোল, মহেশ্বরপাশাসহ পার্শ্ববর্তী এলাকা সমূহের যে সকল বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা ভাড়া থাকে সে সকল বাড়ির মালিকদের সঙ্গে পার্শ্ববর্তী থানা সমূহের অফিসার ইনচার্জ এর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন মত বিনিময় সভা করবেন।