স্থানীয় সংবাদ

কাউন্সিলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ দায়ীদের নামে মামলা দায়েরের আহবান

# বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের সাংগঠনিক জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের এক জরুরী সভা ২০ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের সদস্য মাহফুজুর রহমান মফিজ। শতাধিক আইনজীবীর উপস্থিতিতে, সংগঠনের আহ্বায়ক এ্যাড. আক্তার জাহান রুকু ও এ্যাড. সামসুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এ্যাড. মামুনুর রশীদ, এ্যাড. আবু হুমায়রা সোহেল, এ্যাড. আ ফ ম মহসীন, এ্যাড. এম এ মান্নান, এ্যাড. শেখ মনজিল আলী, এ্যাড. আবু নাসির, এ্যাড. জয়দেব সরকার প্রমুখ। সভা থেকে খুলনা আইনজীবী সমিতির বর্তমান এ্যাডহক কমিটির নিকট অনতিবিলম্বে প্রায় ২০.০০ (কুড়ি) কোটি আত্মসাতের জন্য বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের নামে আগামী ২ দিনের মধ্যে মামলা দায়ের করার দাবি জানান। তাদের ব্যাংক একাউন্টও ফ্রিজ করার আহ্বান জানানো হয় এবং এ্যাড. লুৎফর রহমান নওরোজ হত্যার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সর্বক্ষেত্রে এ্যাডহক কমিটিকে সকল বৈষম্যের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button