বাগেরহাটের মোল্লাহাটে আবারও সড়কে ঝরল ১ জনের প্রাণ : আহত ১

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় টুঙ্গিপাড়া পরিবহন বাস ও মিনি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিনি কাভার ভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খুলনা- ঢাকা মহাসড়কের মোল্লাহাট রাজপাট মরাখালের মাথা নামক এলাকায়। নিহত মিনি ট্রাক চালক মোঃ রাহাত (৩১) ঢাকা পল্লবী এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, খুলনা থেকে ঢাকাগামি টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও খুলনা গামী একটি মিনি কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভারভ্যান চালক রাহাত নিহত এবং হেলপার মাসুদ রানা(৪০) আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে এবং পরিবহন বাস ও মিনি কাভার ভ্যানটিকে হেফাজতে নেয়। এর আগে আহত মাসুদ রানাকে হাসপাতালে নেয় এবং মৃত রাহাতের মৃতদেহ হেফাজতে নেয়। পরবর্ত্তি আইনগত পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহন করবে বলে জানান থানার ওসি।