স্থানীয় সংবাদ

পাইকগাছায় পিলার ব্যবসায়ী নারী পাচারকারী নির্মলের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

বিভিন্ন দপ্তরে অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ পাইকগাছা উপজেলায় পিলার ব্যবসায়ী আর নারী পাচারকারী নির্মলের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার হাত থেকে বাঁচতে নির্যাতিতরা খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত ১৮ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা নির্মল ঋষী বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলের ছত্রছায়ায় থেকে নানা ধরনের অবৈধ কর্মকান্ড করেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। আ’লীগ সরকার ক্ষমতায় থাকায় সে নানা ধরনের অপরাধ করে পার পেয়ে গেছে। সমাজে এহেন কোন অপরাধ নেই যা নির্মল দাস করে না। ২০২০ সালের ২৩ নভেম্বর এই প্রতারক নির্মল দাসসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই চক্রটি গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজিকালে হাতেনাতে আটক হয়। এছাড়া ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর নির্মল দাসের অপকর্মের বিরুদ্ধে এই এলাকার নির্যাতিত প্রণব প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, নির্মল দাসের বিরুদ্ধে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় প্রতারণা, সন্ত্রাসী কার্যক্রমের মামলা রয়েছে। ২০০৩ সালের ২ ফেব্রুয়ারী মোঃ আনিছ নামের ব্যক্তির নিকট থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে এই নির্মল। এ ঘটনায় মামলা হয়। পাইকগাছায় ব্র্যাক কর্মীকে ভয়-ভীতি দেখিয়ে বিয়ে করে তার কাছ থেকে স্বর্ণালংকার, মটর সাইকলে ও নগদ টাকা নিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা হয়। বর্তমানে ভোল পাল্টিয়ে হিন্দু নেতা সেজে বিএনপির আনুকুল্য পেতে মরিয়া হয়ে উঠেছে। সে বর্তমানে হিন্দু নেতা সেজে চাঁদাবাজি, ঘের দখল, লুটপাটসহ নানা ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ প্রতারক চক্রের হোতা নির্মলের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তবে নির্মল দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এ চক্রটি তার বিরুদ্ধে দীর্ঘ অনেক বছর ধরে ষড়যন্ত্র করে আসছে। তাকে ও তার পরিবারকে হামলা-মামলা করে দিশেহারা করে ফেলেছে। এসব অভিযোগ সব মিথ্যা বলে তিনি দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button