স্থানীয় সংবাদ
রূপসা শ্রীফলতলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গঠনে সভা

স্টাফ রিপোর্টারঃ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের প্যাণেল চেয়ারম্যান গঠনে বুধবার বেলা ১১টায় এক সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ডের মেম্বর শেখ আঃ সালামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ৬নং ওয়ার্ড মেম্বর মোঃ জিয়াযুল ইসলাম বিশ্বাস, সংরক্ষিত আসনের মেম্বর রেশমা বেগম, ২নং ওয়ার্ড মেম্বর জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড মেম্বর কামরুল ইসলাম সরদার, ৮নং ওয়ার্ড মেম্বর আমিনুল ইসলাম সাগর, ৯নং ওয়ার্ড মেম্বর ফরহাদ সরদার, সংরক্ষিত আসনের মেম্বর রাবেয়া সুলতানা, সংরক্ষিত আসনের মেম্বর শিরিন আক্তার। সভায় সর্বসম্মতিক্রমে তিনজন প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। প্যানেল চেয়ারম্যানরা হলেন, ৬নং ওয়ার্ড মেম্বর মোঃ জিয়াযুল ইসলাম বিশ্বাস, ১নং ওয়ার্ডের মেম্বর শেখ আঃ সালামের ও সংরক্ষিত আসনের মেম্বর রেশমা বেগম।



