স্থানীয় সংবাদ

আশাশুনিতে সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে কৃষকদের জন্য সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবল আহমেদ। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ফসলের সার ব্যবস্থাপনা, রোগ পোকা মাকড়, নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টি নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button