স্থানীয় সংবাদ

নড়াইলে সুজন এর মানববন্ধন

নড়াইল প্রতিনিধি ঃ “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এ শ্লোগানকে সামনে নিয়ে রাষ্ট্র সংস্করের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নড়াইলে সুজন- সুশাসনের জন্য নাগরিক এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইল নড়াইল প্রেসক্লাব চত্বরে সুজন- সুশাসনের জন্য নাগরিক, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক, নড়াইল জেলা শাখার সভাপতি এ্যাডঃ এস,এ মতিন, সাধারন সম্পাদক মাহফুজ রহমান লাবুসহ অনেকে। এ সময় সুজন- সুশাসনের জন্য নাগরিক এর জেলাকমিটির কর্মকর্তা-সদস্যসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক- অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সুষ্ট নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করার জোর দাবি জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button