নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদে দৌলতপুর থানা যুবদলের মিছিল

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ দূর্নীতিবাজ,স্বৈরশাসক দ্বারা অব্যাহত খুন,গুম ও নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদে খুনী হাসিনা ও তার দোসরদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ- সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে দৌলতপুর থানা যুবদলের বিক্ষোভ মিছিল গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। মিছিলটি দৌলতপুরের গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন শেষে মহসিন মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। উক্ত মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন মুস্তাফিজ নয়ন, ১ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা বাবু, যুবদল নেতা ফয়সাল ইমাম লিপু, ৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান লাব, যুবদল নেতা মিলন, সাইফুল ইসলাম বাবু, আদনান রাফসি হৃদয়, শোভন, সজল, জিহাদ, রবিউল ইসলাম রবি, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।