যশোরে ছাত্রলীগের সম্পাদক পল্লবকে একটি মামলায় আদালতে সোপর্দ

যশোর ব্যুরো ঃ যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫)কে নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ পাশে ইসলামীয়া বহুমুখি মাদ্রসার পিছনে এক বাড়িতে হামলা ও গুলি বর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন শুক্রবার বিকালে পল্লবকে আদালতে সোপর্দ করেন। পল্লাব শুক্রবার সকালে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি’র হাতে আটক হন।
তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামান পিকুলের ছেলে। সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগ নেতা। গত ১৫ আগষ্ট গভীর রাত ২ টার পর যশোর নতুন উপশহর বি ব্লক মসজিদেও দক্ষিণ পাশে এবং ইসলামিয়া বহুমুখী মাদ্রাসার পিছনে মৃত শওকত আলীর বাড়িতে হামলা গুলি বষর্ণের ঘটনায় ১৭ আগষ্ট গভীর রাতে শওকত আলীর ছেলে সাজ্জাদ হোসেন রুপমের দায়ের করা মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬জন আসামীর বিরুদ্ধে মামলায় পল্লবকে গ্রেফতার দেখানো হয়েছে।