জামাইয়ের দেওয়া আগুনে পুড়লো চাচা শশুরের মটরসাইকেলসহ ঘরের আসবাপত্র

মহেশ^রপাশা শান্তিনগরে স্ত্রীকে বাগে না পেয়ে
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ স্ত্রীকে বাসায় থাকতে দেওয়ায় চাচা শশুর বাড়ীতে ঢুকে ঘরে পেট্টোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামাই রাকিবুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা বনিকপাড়া শান্তিনগরের মোঃ মিন্টু শেখের বাড়ীতে। গত ২২ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় চাচা শশুর মিন্টু শেখ বাড়ীতে না থাকায় এই সুযোগে জামাই রাকিবুল পেট্টোল ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেছে মিন্টু শেখের স্ত্রী রাহাতুন ইসলাম। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সুত্রে জানাগেছে, দৌলতপুর থানাধিন বনিকপাড়া শান্তিনগরের মোঃ মিন্টু শেখের ভাইজি ঋতু(২২) সাথে প্রায় ৮ বছর আগে দৌলতপুর থানাধিন পাবলা চুনুর বটতলার এসকেন শেখের পুত্র রাকিবুল ইসলাম রকির বিবাহ হয়। বিবাহের পর কিছুদিন যেতে না যেতে বিভিন্ন সময়ে ঋতুকে শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকে। পরবর্তিতে ঋতু জানতে পারে তার স্বামী রাকিবুলের পূর্বে আরোও একটি বিবাহ ছিল এবং সে একাধিন মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত। বিষয়টি নিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ঋতু তার বাপের বাড়ীতে চলে যায়। ঋতু তার চাচা মিন্টুর বাসায় আছে এমন খবর পেয়ে রাকিবুল ইসলাম গত ২২ অগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় বাড়ীর ভিতরে ঢুকে গালিগালাজ ও দর্জায় লাথি মেরে দরজা খুলতে বলে। এ সময় বাড়ীর কর্তা মিন্টু বাসায় না থাকায় দরজা না খুলায় রাকিবুল পেট্টোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। কিছু বোঝার আগে ঘরের প্রধান দরজা, ঘরের মধ্যে থাকা একটি মটরসাইকেল, একটি ফ্রিজসহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে মিন্টু শেখের স্ত্রী রাহাতুন ইসলাম দৌলতপুর থানাধিন পাবলা চুনুর বটতলার এসকেন শেখের পুত্র রাকিবুল ইসলাম রকিসহ ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে দৌলতপুর থানায় একটি অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তাদের একান্ত পারিবারিক দাবী করে তারা বলছে নিজেরা বসে সমস্যার সমাধানে কিছুটা সময় নিয়েছে। তিনি জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।



