কেসিসি’র নতুন প্রশাসকের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ ২৫ শে আগষ্ট রবিবার সকাল ১১টায় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। কেসিসি কর্মকান্ডে নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে নাগরিক ফোরাম নেতা এস.এম. ইকবাল হাসান (তুহিন), নাগরিক ফোরামের বিভিন্ন দিক তুলে ধরে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে অতীতের ন্যায় নাগরিকদের সেবা নিশ্চিত করতে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান। সেই সাথে সকল স্তরে নাগরিক নিরাপত্তা, ভয়ভীতি দূর করে খুলনা সিটিকে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তোলার জন্য তাঁর সুযোগ্য নেতৃত্বে নাগরিক ফোরাম কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম নেতা মল্লিক জাহিদুল ইসলাম, বনানী সুলতানা ঝুমু, মোঃ রফিকুল ইসলাম বাবুসহ আরো অনেকে। স্বাক্ষাত শেষে নাগরিক প্রতিনিধি দল কেসিসে নতুন প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও মতবিনিময় সভা শেষে নাগরিক ফোরাম নেতৃবৃন্দ কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এর সাথেও এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।



