স্থানীয় সংবাদ

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

# মাগুরার শহীদ পরিবারের সাথে #

খবর বিজ্ঞপ্তিঃ ২৫ আগষ্ট রবিবার বিকাল ৪টায় মাগুরা জেলা জামায়াত আয়োজিত স্থানীয় সার্কিট হাউজ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাগুরা জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী প্রমুখ।

প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা সারা বাংলাদেশের প্রায় ১০০০ স্বজনের সাথে কথা বলেছি তাদের মনের ব্যাথা, বেদনার কথা শুনেছি। আমরা তাদের স্বজন হারানোর কষ্ট কোনোভাবেই দূর করতে পারব না। তবে আমরা তাদের দুঃখ-কষ্টের সামান্য ভাগীদার তো হতে পারি। আমাদের সাধ্যমত সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি। আমরা সারা জীবন যেন তাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি, মহান রবের নিকট আমরা সেই সুযোগটুকু চাই। আপনাদের শহীদ সন্তানদের জন্য আজ সারাদেশ আপনাদের স্মরণ করছে। আল্লাহ আপনাদের মান সম্মান ও ইজ্জত বহু গুণ বাড়িয়ে দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button