স্থানীয় সংবাদ

নিউজপ্রিন্ট মিল চালুর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ বন্ধ ঘোষিত নিউজপ্রিন্ট মিল চালুর দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশ্সাকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। নিউজপ্রিন্ট মিল চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারি সংগ্রাম পরিষদ বেলা ১২টায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহবায়ক বারেক হাওলাদার, সদস্য সচিব আবুল কালাম, রফিকুল ইসলাম, জসিম উদ্দীন, সেলিম কাজী, আফজাল হোসেন, বাদল হাওলাদার, সুলতান, নজরুল, সহিদুল ইসলাম, সেকেন্দার আরী, মালেক হাওলাদার, আবুল কালাম, আঃ রহিম, মিন্টু গাজী, রনি প্রমূখ। স্মারক লিপিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর’২৩ বর্তমান মিলের ব্যবস্থাপক (এমডি) আবু সাঈদ (সাবেক যুবলীগ নেতা) এক কোটি টাকা, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১০ কোটি টাকা, শিল্প সচিব ৫ কোটি টাকা, গণহত্যাকারী শেখ হাসিনার ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল ৫০ কোটি টাকার বিনিময়ে নিউজপ্রিন্ট মিল বিক্রির সিন্ডিকেটের মাধ্যমে দরপত্র করেন। এই মিলের সকল মালামাল সংরক্ষণের জন্য বিশাল ২০টি গোডাউন এবং মিলের মূল্যবান মালামাল নিজস্ব ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টসহ সকল স্থাপনা যার আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকার উপরে। কিন্তু অত্র মিলের এমডি যুবলীগ নেতা আবু সাঈদ পানির দামে ৬৮ কোটি টাকার বিনিময়ে মেসার্স ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারি প্রাঃ লিঃ দরপত্রের মাধ্যমে ৭ ডিসেম্বর’২৩ বিক্রি করা হয়। মেসার্স ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারি প্রাঃ লিঃ বিসিআইসি ডিরেক্টরদের ম্যানেজ করে টাকা পরিশোধ না করে মিলের স্থাপনা ভেঙ্গে নিয়ে যাওয়ার পায়তারা করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button