স্থানীয় সংবাদ
গোয়ালডাঙ্গায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায় রবিউল ইসলাম ছোট, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা সানা, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামাত নেতা ও মাদ্রাসার সিনিঃ শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, বড়দল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল, জামাতের নায়েবে আমির মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, খাজরা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইউনুস আলী, বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, ইউপি সদস্য রকিবুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা রাখেন।


