স্থানীয় সংবাদ

পাইকগাছায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

# গণসেবা সংস্থা’র উদ্যোগ #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন গণসেবা সংস্থা। গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালমের তত্ত্বাবধনে সংগঠনটি ৩০ আগস্ট শুক্রবার সকাল থেকে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তার পাশাপাশি অসহায় এ সকল মানুষের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন। সামাজিক সংগঠন গনসেবা সংস্থা’র উদ্যোগে সকাল থেকে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশতাধিক পরিবারের প্রতিটি পরিবারকে চাউল ৫কেজি , আলু ৩কেজি, পিয়াজ ২ কেজি, ডাউল ১ কেজি , সয়াবিন তেল ১লিটার, বিশুদ্ধ খাবার পানি ২লিটার, ৫ প্যাকেট ওরস্যালাইনসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অসহায় ও দরিদ্র বন্যার্ত মানুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালামসহ যুব গণসেবার সংস্থার সাধারণ সম্পাদক আকলিমা খাতুন রিমি, আব্দুস সামাদ মাস্টার, শেখ মাসুম বিল্লাহ, মোঃ লুৎফর রহমান লিটন, মোঃ ইলিয়াস সরদার, প্রসেনজিৎ গাইন, শেখ মহিবুল্লাহ, মোঃ হুমায়ুন খান, মোঃ মনোয়ার হোসেন, মোঃ সিয়াম, মোঃ রানা শেখ , মোঃ রাতুল শেখ, মোঃ সোহাগ খান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালাম জানান, পাইকগাছায় বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী সাধারণ মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে এছাড়াও বিশেষভাবে সেনেটারী ব্যবস্থা করা খুবই জরুরী প্রয়োজন হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button