স্থানীয় সংবাদ
ওজোপাডিকোতে স্বেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন আজ

খবর বিজ্ঞপ্তি ঃ ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ, ওজোপাডিকোতে সংঘটিত দূর্নীতি ও লুটপাটের বিচার, দলবাজ ও স্বেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণ, অপ্রয়োজনীয় প্রকল্পসমূহ বাতিল, গ্রাহক সেবার মান উন্নয়ন ও বৈষম্যদূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবীতে সংবাদ সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। আজ (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং- বি-২১৪০ এর পক্ষ থেকে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে সকল সাংবাদিককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।