খুলনায় বাউন্ডারী ওয়াল ভাংচুর : জিডি

স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় বাউন্ডারী ওয়াল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঠেকাতে গেলে জমির মালিককে মারতে ধেয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৯৮০। জিডিতে উল্লেখ করা হয়েছে, তিনি কুলতলাস্থ রায়েরমহল কলেজের সামনের বাসিন্দা খান মোহাম্মদ জাফর ইমাম। তিনি কলেজের সামনে পৈত্রিক সূত্রে পাওয়া ৪.৫০ শতক জমির মালিক। ওই জমির চারপাশে তিনি বাউন্ডারী ওয়াল দিয়ে ঘিরে দেন। গত ২৯ আগস্ট দিবাগত রাত দেড়টার সময় দুর্বৃত্তরা ওই বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে। এ সময় দুর্বৃত্তরা জমির মালিককে উদ্দেশ্য করে উচ্চস্বরে গালাগালি করতে থাকে। জমির মালিক খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বাউন্ডারী ওয়াল ভাঙ্গার কারণ জিজ্ঞাসা করতে দুর্বৃত্তরা তাকে মারতে ধেয়ে আসে। তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান। এ সময় জমির মালিককে জমিতে আসলে খুন জখম করার হুমকি দিয়ে যায়। দুর্বৃত্ত আজমির, অয়ন ও মহিমের নেতৃত্বে এ হামলা করা হয়। এরা এলাকায় ভূমি দস্যু হিসেবে পরিচিত। তার জমি তারা জোর করে কিনে নিতে চায়। তিনি বিক্রি না করায় এই চক্রটি তার বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ৩০ হাজার টাকার মত সম্পদের ক্ষতি করেছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। একই সাথে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান।