শলুয়ায় দুর্বৃত্তরা ভোল পাল্টালেও স্বভাব পাল্টায়নি

সাধারণ মানুষ চাঁদাবাজি আর নির্যাতন শিকার হচ্ছে
স্টাফ রিপোর্টারঃ আড়ংঘাটার শলুয়ায় এলাকার সন্ত্রাসী আর চাঁদাবাজরা শুধু ভোল পাল্টিয়েছে, পাল্টায়নি স্বভাব । নির্যাতনের শিকার আবু সাঈদ নামের একজন বীরমুক্তিযোদ্ধা। তিনি শুধু একা নন, এ দুর্বৃত্তদের নির্যাতনে আর চাঁদাবাজিতে শিকার এলাকার অনেক নিরিহ জনগণ। তিনি বলেন, চক্রটি আগে আ’লীগের পরিচয় দিয়ে এসব অপকর্ম করতো। এখন বিএনপি পরিচয় দিয়ে একই কায়দায় অপকর্ম করছে। এ ব্যাপারে তিনি আড়ংঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি শলুয়া বাজারের পশ্চিম পাশে নতুন করে নিজস্ব জমিতে বসত ঘর তুলেছেন। ওই ঘর তুলতে গিয়ে তিনি বিগত দিনে চাঁদাবাজদের নির্যাতনে শিকার হন। এই নিয়ে তিনি একাধীকবার থানা পুলিশ করেছেন। সর্বশেষ অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করে তিনি বসত ঘর তৈরী করেন। গত কয়েক দিন তিনি বেশ শান্তিতে বসবাস করছিলেন। হঠাৎ গত ২৬ আগস্ট বেলা ১২টার দিকে হাসান, তাহাজ্জুদ, রকি, সিরাজ, রুবেলের নেতৃত্বে ২০/৩০ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়। তারা জোর করে সাঈদের ঘরে প্রবেশের চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তাঁকে দুর্বৃত্তরা গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে। এ সময় দুর্বৃত্তরা ঘরের ভিতর ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। তারা ঘর ভাংচুর ও বাড়ি নির্মাণের আসবাবপত্র নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের পূর্বে দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দিলে এখানে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনার পর পরিবারটি চরম আতংকের মধ্যে দিন যাপন করছেন বলে ভিকটিম জানান। আড়ংঘাটা থানার ওসি কাজী কামাল হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভিকটিমের লিখিত অভিযোগ তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



