স্থানীয় সংবাদ

দীর্ঘ পাঁচ মাস পর কেসিসির ৩৭ জন কর্মচারিকে চাকুরিতে পুর্নবহাল

# চাইলাম অধিকার হয়ে গেলাম বহিস্কার #

স্টাফ রিপোর্টারঃ “চাইলাম অধিকার হয়ে গেলাম বহিস্কার”- এমনই ঘটনা ঘটেছে খুলনা সিটি কর্পোরেশনে। কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে চাকুরিচ্যুৎ ৩৭ জন মাস্টাররোল কর্মচারিকে দীর্ঘ পাঁচ মাস পর তাদের চাকুরিতে যোগদানের সুযোগ দিল। গত ২৯ আগস্ট চাকুরিচ্যুৎ ৩৭ জন কর্মচারিকে পূণরায় চাকুরিতে বহালের আদেশ দেন কেসিসির সচিব সানজিদা বেগম। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪৩৪৮/২৩ নং রীট মামলা প্রত্যাহার সাপেক্ষে তাদের কাজে যোগদানের নির্দেশনা দেয়া হয়। কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সকল সিটি কর্পোরেশন ও পৌর সভায় যেসব কর্মচারি একনাগাড়ে ১০ বছর কাজ করেন। আইন অনুযায়ী তারা সকল সুযোগ সুবিধা পাবে। খুলনা সিটি কর্পোরেশনে ৬৬৩ জন মাস্টারোল কর্মচারি-শ্রমিক রয়েছে। যাদের কর্মকাল ১৫-২০ বছরের অধিক। বিধি মোতাবেক তারা তাদের ন্যায্য পাওনা কর্পোরেশনের কাছে বিভিন্ন সময় কর্মচারি ও শ্রমিক ইউনিয়নের মাধ্যমে উপাস্থাপন করলেও কর্তৃপক্ষ বাস্তবসম্মত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এরই ফলে ৬৬৩ জনের মধ্যে হতে ৩৭ জন কর্মচারি হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেন। যার নং-১৪৩৪৮/২৩। উক্ত রীট পিটিশনের কারণে মন্ত্রণালয়ের চিঠি মোতাবেক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে। এতে তৎকালিন মেয়র ক্ষুব্দ হয়ে রীটকারী ৩৭ জন কর্মচারিকে চাকুরিচ্যুৎ করেন। নতুন করে দেশ স্বাধীনের পর চাকুরিচ্যুৎ ৩৭ জন কর্মচারি নিয়ে ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা কেসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের সাথে দেনদরবার করেন। অবশেষে তারা শ্রমিকদের দায়েরকৃত রীট পিটিশন প্রত্যাহার সাপেক্ষে তাদের চাকুরি পূর্নবহালের সিদ্ধান্ত হয়। সে মতে, গত ২৯ আগস্ট তাদের স্ব স্ব পদে বহাল করা হয়। এতে করে দীর্ঘ দিন চরম কস্টে থাকা শ্রমিক-কর্মচারিরা নতুন উদ্যামে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল’২৪ কেসিসির ৩৭ জন মাস্টাররোল শ্রমিক-কর্মচারিকে চাকুরি চ্যূৎ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button