স্থানীয় সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের নাম পূনর্বহালের দাবিতে ডিসির নিকট স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ঃ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম পূনর্বহালের দাবিতে খুলনাবাসীর পক্ষ থেকে রবিবার জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামটি ২০০৪ সালে “বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম” নামে উদ্ভোধন করা হয় এবং ২০০৪ সালেই আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এর কিছু খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনার পরিবারতান্ত্রীক নাম রাখার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মতো খুলনার আপামর জনসাধারনের স্বপ্নের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির নাম রাখেন “শেখ আবু নাসের স্টেডিয়াম”। একজন বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক স্টেডিয়ামটির নাম পরিবর্তনে তাৎক্ষনিক জনমনে নেতিবাচক মনোভাব ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তিতে খুলনাবাসী বারবার আবেদন করেও আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের কাছ থেকে নাম পরিবর্তন করাতে পারেনি বরং আবেদনকারী অনেককে মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। গত ৫ই আগস্ট দেশে ফ্যাসিবাদ সরকারের পতনের সাথে সথেই খুলনাবাসী তাদের দাবীতে পুনঃরায় সোচ্চার হয়ে উঠেছে। তারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পরিবারতান্ত্রীক নাম এক দিনের জন্যও দেখতে চায় না। স্টেডিয়ামটির নাম পূনর্বহাল করে “বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম” করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button