স্থানীয় সংবাদ

সাচিবুনিয়া একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

# প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ইউএনওর নিকট স্মারক লিপি প্রদান
# তদন্ত কমিটি গঠন, প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার ঃ সাচিবুনিয়া সরস্বতি মাধ্যমিক বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মানস রায়ের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে বিদ্যাপিঠের শিক্ষার্থীরা রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত স্কুল ভিটায় বিক্ষোভ মিছিল করে। এরপর বটিয়াঘাটা ইউএনওর কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এবিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপাতত প্রধান শিক্ষক মানস রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল প্রধান শিক্ষক মানস রায় সাচিবুনিয়া স্বরসতি মাধ্যমিক বিদ্যাপিঠের নিয়োগ প্রাপ্ত হন। যোগদানের পর থেকে তিনি নানারকম অনিয়ম শুরু করে দেন। তিনি ঠিকমত স্কুলে আসে না। শিক্ষক কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন। শিক্ষকদের সম্পর্কে বিভিন্ন মিথ্যা কথা এলাকায় প্রচার করেন। শুধু তাই নয়, স্কুলের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে ক্যাশিয়ারের নিকট জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি, সোলার প্যানেলে ব্যাটারী বিক্রয় করে টাকা নিজের কাছে রেখেছেন। স্কুলের মাইক সভাপতির নির্বাচনের প্রচারণার কাজে সহযোগীতা করেন। এনটিআরসিএ থেকে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের নিকট থেকে অর্থ গ্রহণ করেছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ওই বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার বাছাড়, সহকারী শিক্ষক এস, এম, কামরুজ্জামান, জপেশ কান্তি রায়, তৃপ্তি লতা রায়, হীরক মন্ডল, কমলেশ মজুমদার, শিবপদ মন্ডল, পলাশ মন্ডলসহ স্কুলের শিক্ষার্থীরা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button