স্থানীয় সংবাদ
চিতলমারীতে ময়লাবাহী গাড়ীর সামনে পড়ে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চত্বর এলাকায় সরকারী ময়লা টানা গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোঃ মহাসিন শেখ(৩৯) নামে একজন হেলপার খন্ডকালিন পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। নিহত মহাসিন পাশর্^বর্ত্তি পিরোজপুর জেলার নাজিরপুর মাউথকান্দি গ্রামের ছাদেক শেখের ছেলে। সে চিতলমারী উপজেলায় সরকারী ময়লা টানা গাড়ীতে হেলপার হিসাবে খন্ডকালিন চাকুরী করত। পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে চিতলমারী উপজেলা পরিষদ চত্বর থেকে ময়লা নিয়ে অফিসার্স ক্লাব মোড় ঘোরার সময় হেলপার মহাসিন গাড়ীর সামনে সটকে পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ লাশের সুরতহাল করে পরবর্ত্তি আইনগত পদক্ষেপ গ্রহন করেছে বলে বাগেরহাট পুলিশ অফিসের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান।


