গিলাতলা ৬নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

# বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে #
আটরা গিলাতলা প্রতিনিধি : আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ছাত্র-জনতার গন অভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সন্ধায় গিলাতলা দক্ষিনপাড়া পালপাড়া মোড়ে ৬নং ওয়ার্ড বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির মৎসজীবি দলনেতা মোল্লা লোকমান হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন, আঃ হক মেড়ল , মোঃ কামরুল ইসলাম, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, যুবদল নেতা শেখ জিয়াউর রহমান, মোঃ মহাসিন শেখ, মোঃ জুয়েল হাছান, সেচ্ছাসেবক দলের আটরা গিলাতলা ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন ইমন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন সৈ¦রাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আজও গোপনে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল বাশার জিহাদী।


