শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সিন্ডিকেটের তদন্ত দাবি

খবর বিজ্ঞপ্তি ঃ গত ২৭ আগস্ট শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার উপাচার্য অধ্যাপক ডা. মো.মাহবুবুর রহমান তড়িঘড়ি করে অনলাইনের মাধ্যমে সিন্ডিকেট সভা করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিয়োগ দেয়া ১৪টি পদের অনুমোদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপ পরিচালক (অর্থ ও হিসাব)সহ বিভিন্ন পদ রয়েছে। নিয়োগে বেশ কয়েকটি পদে সরাসরি মৌখিক পরিক্ষা নেয়া হয়েছে। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো সিন্ডিকেট সদস্য নিয়োগ বিষয় দ্বিমত পোষন করেন। আবার সিন্ডিকেট সভায় অনলাইনে অধিকাংশ সদস্যই উপস্থিত না থাকলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন। বিষয়টি সঠিক তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডাক্তার সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাক্তার আব্দুল সালাম, জিএম মহিউদ্দিন, এডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সী আহমেদ হোসেন, সাধারণ সম্পাদক এসে মাহবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভট্ট, কাওছারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, কারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান, আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. জয়নাল, ডা. শেখ মাহফিজুর রহমান বাচ্চু, মো. জাবেদ আক্তার, মো. রুহুল আমিন, মো. মিকাইল হোসেন, মো. আবুবক্কার, মো. আজমল হোসেন প্রমুখ ।