খুলনায় দু’ বিএনপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল

ওই দু’ নেতাকে শোকজ
স্টাফ রিপোর্টারঃ খুলনার বিএনপি নেতা হোসেন ও রিয়াজ শাহেদের চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দু’জনকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। তিনি বলেন, ভিডিওটা তিনি নিজে দেখেছেন। কারণ ব্যাখ্যা দিতে বুধবার রাতেই তাদের দু’জনকে শোকজ করা হয়েছে। শোকজকৃত নেতাদ্বয় হলেন, খুলনা মহানগর বিএনপি নেতা যুগ্ম আহবায়ক মোঃ হোসেন ও ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শেখ রিয়াজ শাহেদ। সূত্র মতে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে, যেটিতে রিয়াজ নাম করে একজন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও আ’লীগ নেতা খালিদ আহমেদকে মোবাইল করে মামলা থেকে বাঁচানোর জন্য দু’ লাখ টাকা চাঁদা দাবি করে। ভিডিও কলে শুনা যায়, রিয়াজ হলো ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক। রিয়াজ ওই টাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হোসেন ও দপ্তর সম্পাদক টিপুকে দিতে বলে। খালিদ টাকা দিতে রাজিও হয়। কথোপোকথনে শুনা যায়, রিয়াজ পিন্টুর নাম বলে। পিন্টু অনেক ক্ষতি করেছে তাই বলে। ইস্তির নাম বলে। খালিদ রিয়াজকে বন্ধু বলে সম্বোধন করে। অনিকের নামে মালা দিয়েছে হাবিব বিশ্বাস। ওকে দেখার জন্য ঢাকায় যাচ্ছি। অনেক জায়গা ম্যানেজ করতে হবে। এসে কথা হবে বন্ধু-এই বলে তিন মিনিটের ভিডিও কল ভাইরাল হয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর খালিদ উল্লেখ করেছেন, আমাকে কল করে আমার ফোনের ট্রুকলার এর মাধ্যমে রিয়াজ নামটি আমি দেখতে পাই। এর আগেও এই নামে দুটি কল আমার মোবাইলে আসে এবং আমার কাছে মামলার ব্যাপারে কথা বলে এবং টাকা দাবি করে আমি তখন মামলার ভয়ে কথা বলি কিন্তুু পরবর্তীতে দেখি একই নামে আবারো ফোন দিয়েছে তখন আমি কলটি ভিডিও করি এবং ওইখানে নিজেকে রিয়াদ সাহেদ এবং আর একজন হোসেন দাবি করেন। আসলে রিয়াজ সাহেদ বা হোসেন কেউই অপর প্রান্তে ছিল না এরা একটি প্রতারক মহল যারা সারা বাংলাদেশে এইভাবে বিভিন্ন নেতৃবৃন্দকে কল করে টাকা দাবি ও মামলার ভয় দেখিয়ে যাচ্ছে। তবে বিএনপি নেতা রিয়াজ শাহেদ বলেন, এ কন্ঠ তার নয়, তার কন্ঠ নকল করে একটি চক্র এ প্রতারণা করেছে। সাজানো মিথ্যা অডিও ছেড়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এর প্রতিবাদ দিবেন বলে জানান। তবে বিষয়টি সত্য বা মিথ্যা যাই হোক না কেন তা নিয়ে রীতিমত হইহই রইরই ব্যাপার হয়ে দাড়িয়েছে।