কুয়েটের ৮ম ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে নিয়োগ প্রদান

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
দায়িত্বগ্রহণ করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভালোবাসায় সিক্ত
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ৮ম ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ-কে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পরই ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। দায়িত্বগ্রহণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্বগ্রহণের পর তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনে সকলে একসঙ্গে কাজে করে এগিয়ে নিতে সহযোগিতা কামনা করেন। কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ইতোপূর্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রোভোস্ট, সিআরটিএস এর চেয়ারম্যান, বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স (আইসিএমআইইই)-এর অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক ও বুক চেপ্টার রয়েছে। তিনি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ১৯৯৮ সালে তৎকালীন বিআইটি, খুলনায় প্রভাষক ও ২০০৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি নাগোয়া ইউনিভার্সিটি, জাপান থেকে ২০০৩ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ঘঅঝঅ ঋঁহফবফ অবৎড়ংঢ়ধপব ঈবহঃবৎ-এ ঝবহরড়ৎ জবংবধৎপয ঋবষষড়ি হিসেবে কাজ করেছে। এছাড়াও তিনি টঝঅ সহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন।
এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুয়েটের ৮ম ভাইস-চ্যান্সেলর হিসাবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে চার বছরের জন্য ভিসি নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।