নগরীতে যুবদল কর্মীকে কুপিয়ে জখম : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে যুবদল কর্মী রবিউল ইসলাম সবুজ (৩৬) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বর্তমানে আহত সবুজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৩ সেপ্টম্বর রাত ১০টায় টুটপাড়া মেইন রোডস্থ ভুট্টোর পাচিল পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় খুলনা সদর থানায় ৬ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা সালমা বেগম। অভিযুক্তরা হলেন, মোঃ আসলাম, মোঃ স্বপন, পল্টু, নিরব, রহমান ও বাবু ওরফে কারেন্ট বাবু।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় টুটপাড়া মেইন রোডস্থ ভুট্টোর পাচিল পানির ট্যাংকি এলাকায় বাড়ীর সামনে নিজস্ব চায়ের দোকানে চা বিক্রি করছিলেন সবুজ। এসময় কথাকাটাকাটির জের ধরে আসলামের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র শস্ত্র, দা, লাঠি সোটা নিয়ে দলবদ্ধভাবে সবুজের উপর অতর্কিত হামলা চালায়। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। পল্টু সবুজকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ মারে। এতে সে মাটিতে পড়ে যায়। এরপর বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। তার ডাকচিৎকারে আশ পাশের লোকজন আসলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় বলে যে, এই নিয়ে মামলা করলে পুনরায় তোর ও তোর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবো। এরপর তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। কোপের ফলে সবুজের মাথায় ৭টি সেলাই লেগেছে। ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় উক্ত আসামীরা পুনরায় আমার বাড়ীতে ভাংচুর ও ব্যাপক লুটতরাজ করে। অভিযুক্তরা এলাকায় দুর্ধর্ষ, ক্ষমতা লোভী, ভূমি দস্যু ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। এমনকি তারা দাদা ম্যাচ কোম্পানীর যন্ত্রপাতি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাইনা। এখনও তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে।
খুলনা সদর থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, দুই পক্ষেরই একটি লিখিত অভিযোগ পেয়েছি। ৩ জন আহত হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।