স্থানীয় সংবাদ
সুজন ১১নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে সভা

স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর ১১নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে এক সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। প্লাটিনাম মিলগেটর পাশে একুশের আলো খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। বক্তৃতা করেন সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক ও শ্রমিক নেতা নুরুল ইসলাম। সভা শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আতœার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিক নেতা নুরুল ইসলামকে আহবায়ক ও বরকত আলীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় জানানো হয়। সভায় পূর্বের কমিটি ভেঙ্গে দেয়া হয়।