খানজাহান আলী থানা শাখা ইসলামী আন্দোলনের উদ্যোগে গণসমাবেশ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার উদ্যোগ গতকাল শুক্রবার আছরবাদ ফুলবাড়ীগেটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীগেট বাসস্টান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী গোলামুর রহমান ও ইসলামী আন্দোলন মহানগর শাখার সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন। খানজাহান আলী থানা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারী মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় গণসমাবেশে বক্তৃতা করেন, থানা কমিটির সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভুইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মোঃ আজাদ মোল্যা, এ্যাসিসটেন্ট সেক্রেটারী মাওলানা ফজলুল্লাহ আল মাসুম, দপ্তর সম্পাদক মোঃ এসকেন্দার আলী, ইসলামী আন্দোলন নেতা মুফতী হাফিজুর রহমান ফারুকী, মাওলানা নুর আলী নূরানী, ক্বারী মোহিদুল ইসলাম, মোঃ ওহিদুল ফকির, মাওলানা রাশেদুল ইসলাম, মোঃ আঃ রহিম হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। গণসমাবেশে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।