স্থানীয় সংবাদ

দৌলতপুরে আগ্নেয়াস্ত্রসহ মাদক উদ্ধার

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযান
সংশ্লিষ্ট থানায় পালাতক ওই আসামীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর ৪নং ওয়ার্ডস্থ বায়তুল আমান জামে মসজিদ রোড এলাকার জনৈক আবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া মো. বিল্লাল শেখ (৩৮)’র বসতঘর তল্লাশী করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে খুলনা মাদকদ্রব্য অধিদপ্তর ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল ইসলাম। ওই ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে খালিশপুরস্থ উত্তর কাশিপুর, পদ্মা ক্রসরোড মোড় রেললাইনের পাশের এলাকার বাসিন্দা মো. আনোয়ার শেখের পুত্র পলাতক মোঃ বিল্লাল শেখকে আসামী করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানা পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ডস্থ বায়তুল আমান জামে মসজিদ রোড পূর্ব দেয়ানার এলাকাস্থ আবেদ আলীর মালিকানাধীন আবির ভিলা নামীয় পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী সেমি পাকা পাচকক্ষ বিশিষ্ট বসত ঘরের (এনএইচডি-১৩১) নং কক্ষের ভাড়াটিয়া মো. বিল্লাল শেখ (৩৮)’র দখলে থাকা বসতঘর তল্লাশী করে তার ঘরের ভেতরে সুকৌশলে রাখা ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২ রাউন্ড ওয়ান শুটার গানের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৮ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী বিল্লাল শেখ হয়তোবা সুকৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুব্রত কুমার বাড়ই জানান, ইতোমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছি। ওই ঘটনায় সম্পৃক্ত পলাতক আসামী বিল্লাল শেখকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে। আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে আসামীকে গ্রেফতারে সক্ষম হবো। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আমর যৌথভাবে অভিযান পরিচালনা দৌলতপুর ৪নং ওয়ার্ডস্থ বায়তুল আমান জামে মসজিদ রোড এলাকার জনৈক আবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া মো. বিল্লাল শেখ (৩৮)’র বসতঘর তল্লাশী করে তার ঘরের ভেতরে সুকৌশলে রাখা ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২ রাউন্ড ওয়ান শুটার গানের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৮ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করি। ওই ঘটনায় পালাতক বিল্লাল শেখকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আমরা তদন্তপূর্বক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছি, আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেফতারে সক্ষম হবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button