নগরীতে ৬০ লাখ টাকা চাঁদাবাজি মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকী

থানায় জিডি
স্টাফ রিপোর্টার ঃ নগরীতে ৬০ লাখ টাকা চাঁদা বাজির অভিযোগে শেখ সোহেল ও এলজিইডি’র প্রকৌশলীসহ ৬জনের নামে দায়েরকৃত মামলার স্বাক্ষী বিপ্লব শীল(৪১) কে হত্যার হুমকী দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী বিপ্লবশীল নিজেই খুলনা সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন (যার নং-৬০৮)। দায়েরকৃত জিডি সূত্রে জানা গেছে, বিপ্লবশীল সিআর মামলা নং-৭৯৪/২৪ (সোনাডাঙ্গা) এর একজন স্বাক্ষী। উক্ত সিআর মামলায় স্বাক্ষী হওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন লোক তাকে বিভিন্ন প্রকার ভয়ভিতিসহ হুমকি ধামকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বিবাদীরা সাতরাস্তা মোড়স্থ ইকবাল নগর স্কুল এলাকায় বসবাসরত ভুক্তভোগী বিপ্লবকে তার বাসায় এসে জিজ্ঞাসা করে যে, সে উক্ত সিআর মামলা নং-৭৯৪/২৪ (সোনাডাঙ্গা) এর স্বাক্ষী কিনা। তখন বিপ্লব বিবাদীদের বলে হ্যা সে নিজেই উক্ত মামলার স্বাক্ষী। তখন বিবাদীগন বিপ্লবকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে বলে তুই যদি ওই মামলায় স্বাক্ষী দিতে যাস তাহলে তোকে জীবনের তরে শেষ করে ফেলবো। বিবাদীগণ আরো বলে তুই এই বাড়ী ছেড়ে আজই চলে যাবি তা না হলে তোরে আর তোর পরিবারের সকলকে জীবনের তরে শেষ করে ফেলবো এমন হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। বড় ধরনের ক্ষয়-ক্ষতি করতে পারে সেই আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। পরে গতকাল (৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী বিপ্লবশীল নিজেই খুলনা সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন (যার নং-৬০৮)।