স্থানীয় সংবাদ

কুয়েট’র সাবেক ভিসি আলমগীরকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার : সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীরকে কুয়েটে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত। সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এ ঝাড়ু মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন আতাউর রহমান মোড়ল, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মশিউর রহমানসহ অন্যান্যরা। ঝাড়ু মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রফেসর ডক্টর আলমগীর এই বিশ্ববিদ্যালয় ভিসি থাকাকালীন ছাত্রলীগকে ব্যবহার করে প্রতিটি হলের আয়না ঘর সৃষ্টি করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষার্থীদের জামাত শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন সময় নির্যাতন করেছেন। এছাড়াও সাবেক ছাত্রলীগের কিছু নেতাকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বক্তারা বলেন ইউজিসি থেকে বিতাড়িত এবং কুয়েট ক্যাম্পাসকে নোংরা রাজনীতি এবং দুর্নীতির আখড়ায় পরিণত করা কুয়েটের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আলমগীর কে এই ক্যাম্পাসের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দেখতে চায় না। উল্লেখ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর ইউজিসির চেয়ারম্যান এবং সদস্য পদ হারিয়ে কুয়েট ক্যাম্পাসে তার কর্মস্থলে ফিরে আসছে এমন খবরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার নিয়ে ক্যাম্পাসে ঝাড়ু মিছিল করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button