স্থানীয় সংবাদ

কালিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

# স্বজনদের দাবি হত্যা #

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নাছিম শেখ (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসিম রঘুনাথপুর (দক্ষিণ পাড়া) গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মৃত শহিদুল শেখের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে নাছিমের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালানো হচ্ছে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, নাসিম শেখ রোববার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে আরবী পড়ে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। খবর পেয়ে তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহত নাসিমকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, যে নাসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের চাচা অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন বলেন ‘ নাসিমের পূর্বে একটা ঝামেলা ছিলো। আমরা মনে করছি সেই কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হবে। আমরা এ ব্যাপারে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।’
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘ প্রাথমিকভাবে আমরা জানতে পারি দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিমের মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button