স্থানীয় সংবাদ
ঝিনাইদহের কালীগঞ্জ সড়কে এনজিও কর্মী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের একটি এনজিওতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর সদরের বাসিন্দা রুহুল আমিন মোটরসাইকেল নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে শ্রীলক্ষী সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রুহুল আমিন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।