এগিয়ে চলছে খুলনার সড়কে ‘সৌন্দর্য্য বর্ধনের কাজ’

প্রায় ১২ কোটি টাকা প্রকল্প ব্যয়ে নগরীর ২২টি মোড়ের পুর্ননির্মান কাজ করা হচ্ছে
ইতোমধ্যে নগরীর ৪টি গুরুত্বপূর্ন মোড়ের কাজ চলছে দ্রুত গতিতে
মো.আশিকুর রহমানঃ খুলনা মহানগরীতে নতুন রাস্তাঘাট নির্মান ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ খুলনাকে পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে খুলনা সিটি কর্পোরেশন বহুমুখি কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নগরীর সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের পুনর্নিমাণসহ উন্নয়নমূলক অবকাঠামো নির্মানের লক্ষ্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কাজ বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে ওই ধারবাহিকতায় চারটি মোড় যথাক্রমে, নতুনরাস্তা, গোয়ালখালী, পিটিআই ও ময়লাপোতা মোড়ের কাজ দ্রত গতিতে এগিয়ে চলছে। ‘জেভি’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি সৌন্দর্য বর্ধণের কাজটি করছে। কেসিসি সূত্রে জানা গেছে, গোটা খুলনা শহরকে একটি আধুনিক বাসযোগ্য গ্রীন ও ক্লীন সিটিতে রূপদান, শহরের সড়কগুলো প্রশস্তকরণ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর সৌন্দয বর্ধনের দীর্ঘদিনের প্রত্যাশা নগরবাসীসহ নাগরিক নেতাদের। সেই প্রত্যাশা পূরণে ‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্রকল্প কাজ বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে নতুনরাস্তার মোড়ের সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নের জন্য ইতোপূর্বে স্থাপিত ইলেকট্রিক পোল অপসারণের জন্য পিডিপিকে পত্র দেওয়া হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে ওই ইলেকট্রিক পোল অপসারণ করবে এবং রোডস্ ও কেসিসি’র সার্ভেয়ার নিয়ে যৌথ পরিমাপ করে কেসিসি’র সীমানাটা নির্ধারন করা হয়েছে। ওখানে কিছু অবৈধ স্থাপনা আছে, যেগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ওখানে পার্কের সাদৃশ্য সিটিং অ্যারেজমেন্ট ডিজাইনে আছে, সেটির বাস্তবায়নের জন্য অবৈধ স্থাপনাগুলো অপসারণ করতে হবে। এছাড়া ওখানে ভার্স্কর্যের চারপাশে যে আরসিসি ও ব্রিকের কাজ ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে। এছাড়া গোয়ালখালীর মোড়ের যৌথ পরিমাপ এখনো হয়নি, পরিমাপ হলে সেখানের কাজ শুরু করা হবে। পিটিআই মোড়ে ফুট ওভারব্রিজের ডিজাইনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে, আবহাওয়া ভালো হলে পিটিআই মোড়ের কাজও শুরু করা হবে। একই সাথে ময়লাপোতা মোড়ের কাজও চলমান রয়েছে। যেদিকে রাস্তা প্রশস্তকরণ করা হবে, সেদিকে মাটি খনন শুরু করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে এই কাজ করা হবে। আপতত এই চারটি মোড়ের কাজ চলমানসহ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পরিকল্পনানুসারে প্রতিটি মোড়ে কাজ সম্পন্নসহ প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, নগরীর গুরুত্বপূর্ণ যে ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে তা যথাক্রমে- ময়লাপোতা মোড়, রুপসা মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে, বয়রা বাজার মোড়, বয়রা মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়,নতুন রাস্তার মোড়, ফুলবাড়িগেট মোড়, রয়েল মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড় ও ডাকবাংলো মোড়। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, ‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পিটিআই মোড়ে দুইটি ফুট ওভারব্রিজ, রোড মার্কিং, জেব্রা ক্রসিং, পেইভ ওয়ার্ক ওয়ে, গার্ডেন ও স্ট্রিট লাইট, সিটিং জোন (যেখানে জায়গা আছে), প¬ান্টটেশন, মেডিয়ান নির্মাণ, গুরুত্বপূর্ন মোড়ে পাকিং ব্যবস্থা, পেইন্ট ওয়ার্ক, মুরাল নির্মান, দেয়ালের পুর্নসংস্কার, স্ট্রিট সাইনেস, প্যাসেঞ্জার শেড (যেখানে প্রয়োজন), হাই মার্চ লাইট (যেখানে প্রয়োজন), ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ, ভ্যাটিক্যাল গ্রীনওয়াল (সুবিধা মতো জায়গায় স্থাপন), মোড় প্রশস্তকরণ, সড়ক বিভাজক, ঝুলন্ত লাইট (প্রয়োজন মতো জায়গায় স্থাপন), গুরুত্বপূর্ন মোড়ে ডিজিটাল ডিসপে¬ স্ক্রীন প্রদর্শন, স্পট লাইট, ফুটপাত নির্মান ও সংস্থার এবং রেলিং নির্মান (সুবিধা মতো জায়গায় স্থাপন), আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন সহ বিবিধ কাজের বাস্তবায়ন করা হবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোহাম্মাদ আলী জানান,‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্রকল্পটির বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নতুনরাস্তা, গোয়ালখালী, পিটিআই ও ময়লাপোতা মোড়ে কাজ চলমান রয়েছে। এই কাজ বাস্তবায়িত হলে খুলনা অনেকটাই গ্রীন ও ক্লিন সিটির রুপ পাবে। চাকুরীজীবি মো. আক্তারুজ্জামান জানান, বাইরের দেশগুলোর সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়কের পার্শ্ববতী নান্দনিক সৌন্দর্য পথচারীদের আকৃষ্ট করে। সচ্ছ পরিবেশের কারণে চলাফেরা করে স্বস্তি পাওয়া যায়। আমাদের দেশে সড়কের পাশে অসচেতন মানুষগুলোতে ইচ্ছা স্বাধীন নোংরা ময়লা আবর্জনা নিক্ষেপ করে পরিবেশ দূষিত করে তোলো। খুলনাকে পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে হলে সবার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। তবে কেসিসির উদ্যোগে নগরীর যে ২২টি মোড়ে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। এটা নিসন্দেহে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। ইতোমধ্যে নতুনরাস্তা সহ ৪ টি মোড়ে কাজ দৃশ্যমান। গোটা প্রকল্পটি বাস্তবায়ন হলে খুলনার রুপ পাল্টে যাবে বলে মনে করি। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে নগরীর সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের পুনর্নিমাণসহ উন্নয়নমূলক অবকাঠামো নির্মানের লক্ষ্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। উদ্যোগ গ্রহন করা ২২ টি গুরুত্বপূর্ন মোড়ের মধ্যে ইতোমধ্যে নতুনরাস্তা, গোয়ালখালী, পিটিআই ও ময়লাপোতা মোড়ে কাজ চলমান রয়েছে। বাকি মোড় গুলোতে পরিকল্পনা অনুসারে কাজ সম্পন্ন করা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে খুলনার গুরুত্বপূর্ণ মোড়গুলো আধুনিকায়নের পাশাপাশি নগরীর সৌন্দর্য বাড়বে, একই সাথে শহরের যানজট নিরসনে সহায়ক হবে।