যশোরে ভৈরব নদী থেকে দু’টি ওয়ান স্যুটারগান উদ্ধার

যশোর ব্যুরো ঃ কোতয়ালি থানা পুলিশ সোমবার ৯ সেপ্টেম্বর রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা ব্রিজের পূর্ব পাশে ভৈরব নদীর দক্ষিণ পাড় সংলগ্ন সরকারী খাস জমিতে দু’টি দেশী তৈয়ারী ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে। এ ঘটনায় রাতে কোতয়ালি থানায় অস্ত্র আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন, কোতয়ালি মডেল থানার এসআই মিহির মন্ডল।
মামলায় তিনি উল্লেখ করেন,সোমবার ৯ সেপ্টেম্বর বাদি মোবাইল-১১ দিবাকালীন ডিউটি করার সময় ওই দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে কে বা কারা ২টি আগ্নেয়াস্ত্র সাদৃশ্য বস্তু ফেলে দিয়ে পালিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান দুইটি দেশীয় তৈরী ওয়ান স্যুটারগান পড়ে রয়েছে। উপস্থিত জনসাধারন ও ফোর্সের দেখানো মতে উদ্ধার করেন। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারেন অজ্ঞাতনামা আসামীরা অনেকের সামনে ২টি দেশী তৈরী ওয়ান স্যুটারগান আগ্নেয়াস্ত্র ফেলে গেছেন।