স্থানীয় সংবাদ
২৪ ঘন্টার মধ্যে দলীয় প্যানা-ফেস্টুন অপসারণের নির্দেশ খুলনা নগর বিএনপির

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রঙ-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রেখেছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। খুলনা মহানগর বিএনপি মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে দলীয় কার্যালয়ে সামনের সকল প্যানা, ফেস্টুন অপসারন করেছে।