বাগেরহাটে ভোক্তা সংরক্ষণ দপ্তরের অভিযান রং মিশিয়ে আইসক্রিম তৈরী কারীকে অর্থদ-

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট পৌর শহরে নোংরা পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম বাজারজাত করার অভিযোগ প্রমানিত হওয়ায় মিনি বরফকল নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের নাগের বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো আইসক্রিম ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বুধবার সকালে জানান, নোংরা পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে মিনি বরফকল নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে প্রতিষ্ঠানটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। একই দিন অপর অভিযানে নোংড়া পরিবেশে খাবার তৈরির অপরাধে শহরের সততা হোটেল ও মুসলিম হোটেলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।