স্থানীয় সংবাদ

আগামী ১৫ সেপ্টেম্বর বিশ^ গণতন্ত্র দিবসে খুলনাকে ‘জনসমুদ্রে’ রূপ দিতে বিএনপির নানা প্রস্তুতি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ের জিয়াহল চত্বরে ১৫ সেপ্টেম্বর ‘বিশ^ গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে র‌্যালী করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা বিভাগ। দিবসটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর বিএনপি প্রস্তুতি সভা করেছে। খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘ ২০০৭ সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের ঘোষণা দেয়। এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা, যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। এক কথায় বলতে গেলে, গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। কিন্তু বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গণতন্ত্র ছিলো না। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তারা আরো বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনে পরে এটিই বিএনপির বৃহৎ কর্মসুচি। গণতন্ত্র দিবসে খুলনা নগরী জনসমুদ্রে পরিনত হবে। প্রস্তুতি সভা থেকে নগরীর শিববাড়ি জিয়া হল চত্বরে বেলা ২টায় সমাবেশ ও সমাবেশ শেষে র‌্যালী শুরু হয়ে যশোর রোড হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হবে বলে সিদ্ধান্ত হয়। র‌্যালীতে বিগত ১৭-১৮ বছরে দলের যারা গুম ও খুন হয়েছেন তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত হয়। এছাড়া কর্মসুচি সফল করতে ৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফকরুল আলম, স. ম. আ. রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন), মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. মাসুম রশিদ, মিজানুর রহমান মিলটন, আক্কাস আলী, ফারুক হোসেন প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button