গনঅধিকার পরিষদ খানজাহান আলী থানা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ গনঅধিকার পরিষদ (জিওপি) খানজাহান আলী থানা শাখার উদ্যোগে গনঅধিকার পরিষদের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে এক মত বিনিময় সভা গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাদামতলা মোড়ল মার্কেটে অনুষ্ঠিত হয়। গনঅধিকার পরিষদ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মোঃ বিল্লাল হোসেন। প্রভাষক ফাহাদ হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক ফারহাদ হোসেন রাজ, মহানগর সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। সভায় নেতৃবৃন্দ বলেন গন অধিকার পরিষদ ২০২১ সালের ২৬ শে অক্টোবর আত্মপ্রকাশের পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল অবৈধ কর্মকা-ের প্রতিবাদ করে আসছে এবং স্বৈরাচার সরকার খুনি হাসিনার পতনের মাধ্যমে ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা এছাড়া আগামীতে কোন স্বৈরাচারী সরকার গঠন করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।