স্থানীয় সংবাদ
বিজেএ’র পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ঘর ঘর নির্মাণে টিন বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)-এর পক্ষ থেকে এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ আকন্দ’র নেতৃত্বে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টায় খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর নিকট বন্যার্তদের সহযোগিতার টিন হস্তন্তর করেন। এ সময় অসহায় বন্যার্তদের সার্বিক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ মৃধা ও বাংলাদেশ জুট এসোসিয়েশনে সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সদস্যবৃন্দ। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বন্যা পরবর্তী বন্যার্তদের দুঃখ দুর্দশা লাগাবে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।